ইউক্রেন ইস্যুতে রাশিয়া ‘গুরুত্বপূর্ণ ছাড়’ দিয়েছে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইউক্রেন যুদ্ধে শান্তি প্রতিষ্ঠার আলোচনায় রাশিয়া গুরুত্বপূর্ণ ছাড় দিয়েছে। তবে শান্তি প্রক্রিয়ায় চাপ সৃষ্টির জন্য রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনাও তিনি উড়িয়ে দেননি।
রবিবার (২৪ আগস্ট) এনবিসি’র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে ভ্যান্স বলেন, “তিন বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাতে প্রথমবারের মতো রাশিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় কিছু মূল দাবিতে নমনশীল হয়েছে। তারা যুদ্ধ শেষ করতে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা করেছে, যদিও পুরোপুরি চুক্তিতে পৌঁছায়নি।”
ভ্যান্স আরও জানান, রাশিয়া স্বীকার করেছে যে যুদ্ধের পর ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা থাকবে এবং কিয়েভে পুতুল শাসন প্রতিষ্ঠা করা যাবে না। এছাড়া, ইউক্রেনের নিরাপত্তার জন্য কিছু নিশ্চয়তা থাকবে বলেও তারা সম্মত হয়েছে।
তিনি বলেন, “আমরা এই কূটনৈতিক প্রক্রিয়ায় সৎ বিশ্বাসে এগোচ্ছি। কখনো কখনো অগ্রগতি হলেও, কখনো হতাশার মুখোমুখি হই।” রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার বিষয়ে তিনি জানান, “নিষেধাজ্ঞা আলোচনার বাইরে নয়, তবে কেস-বাই-কেস ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।”
Comments