Image description

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে অস্ত্রধারী সন্ত্রাসীদের প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সাংবাদিক সমাজ। এই নৃশংস হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে বিশেষ আইন প্রণয়ন এবং নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবিতে শনিবার (৯ আগস্ট) দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাভার, ঢাকা

সাভার প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুরে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাভার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি নাজমুল হুদা বলেন, “তুহিনের হত্যা শুধু একজন সাংবাদিকের প্রতি নয়, পুরো সাংবাদিক সমাজের বিরুদ্ধে হুমকি। দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।” বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, দপ্তর ও প্রচার সম্পাদক ইমদাদুল হক, নির্বাহী সদস্য আকলাকুর রহমান, একুশে টিভির শাহেদ জুয়েল, গ্লোবাল টিভির তোফায়েল হোসেন তোফাসানী, এটিএন বাংলার শেখ আবুল বাশার প্রমুখ। তারা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার জন্য রাষ্ট্রীয় উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বারহাট্টা, নেত্রকোনা

বারহাট্টা প্রেসক্লাবের আয়োজনে শনিবার সকাল ১২টায় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতি শামছ উদ্দিন আহমেদ বাবুল বলেন, “তুহিনের হত্যার বিচার যেন সাগর-রুনির হত্যার বিচারের মতো ঝুলে না থাকে। দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।” বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, ফেরদৌস আহমেদ বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির নয়ন, নারী প্রগতি সংঘের মাজহারুল ইসলাম মাজু প্রমুখ। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।

দুমকি, পটুয়াখালী

দুমকি উপজেলায় শনিবার সকাল সাড়ে ১০টায় নতুন বাজারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে মানববন্ধন হয়। সভাপতি এম আমির হোসেনের নেতৃত্বে ও আরিফ হোসেন আরাফার সঞ্চালনায় বক্তব্য রাখেন ডেইলি প্রেজেন্ট টাইমসের মোঃ দেলোয়ার হোসেন, ইত্তেফাকের অধ্যক্ষ জামাল হোসেন, সমকালের এবাদুল হক, দিনকালের সাইদুর রহমান খান প্রমুখ। একই দিন সাড়ে ১১টায় এশিয়ান টিভির আবুল হোসেনের নেতৃত্বে আরেকটি মানববন্ধন হয়, যেখানে আমার দেশের কামাল হোসেন, যুগান্তরের সহিদুল ইসলাম সরদার, ভোরের কাগজের হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

ফেনী

সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে শনিবার সকালে ফেনী শহীদ মিনার চত্বরে মানববন্ধন হয়। সভাপতি সিদ্দিক আল মামুনের নেতৃত্বে ও ইয়াছিন সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, এবি পার্টির ইঞ্জিনিয়ার শাহ আলম বাদল, ইসলামী আন্দোলনের গাজী এনামুল হক ভূঁইয়া, বাংলাভিশনের রফিকুল ইসলাম, আরটিভির আজাদ মালধার প্রমুখ। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা এতে অংশ নেন।

কালিয়াকৈর, গাজীপুর

কালিয়াকৈর প্রেসক্লাবের উদ্যোগে শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়। সভাপতি সরকার আব্দুল আলীমের নেতৃত্বে ও সেলিম হোসেন সানির সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের এম মাহবুব হাসান মেহেদী, আমার দেশের আব্দুল আলীম অভি, আরটিভির কামাল হোসেন বিপ্লব, মোহনা টিভির আলহাজ হোসেন প্রমুখ। তারা হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া

নবীনগর প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুর ১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন হয়। সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির নেতৃত্বে ও শাহনূর খান আলমগীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, শ্যামা প্রসাদ চক্রবর্তী, জালাল উদ্দিন মনির, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু প্রমুখ।

নরসিংদী

পলাশ উপজেলা প্রেসক্লাবের সামনে শনিবার সকালে মানববন্ধন হয়। সভাপতি মো: হাজী জাহিদ বলেন, “তুহিনের হত্যা সাংবাদিকদের নিরাপত্তাহীনতার প্রমাণ। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।” বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নূরে-আলম রনি, জাহাঙ্গীর কবির, আল-আমিন মিয়া।

পীরগঞ্জ, ঠাকুরগাঁও

পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুরে প্রেসক্লাবের সামনে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, রানীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম, দৈনিক ইত্তেফাকের মেহের এলাহী, ফজলুল কবির প্রমুখ বক্তব্য রাখেন।

নোয়াখালী

নোয়াখালী প্রেসক্লাবের সামনে শনিবার সাড়ে ১১টায় মানববন্ধন হয়। এখন টেলিভিশনের নাসিম শুভর সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈশাখী টিভির লিয়াকত আলি খান, ৭১ টেলিভিশনের মিজানুর রহমান, এস এ টেলিভিশনের আব্দুর রহিম বাবুল, বাংলাদেশ প্রতিদিনের আকবর হোসেন প্রমুখ। সোনাইমুড়ি, বেগমগঞ্জ ও কবিরহাটেও মানববন্ধন হয়।

ভালুকা, ময়মনসিংহ

ভালুকা প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন হয়। সভাপতি এমএ মালেক খান উজ্জল বলেন, “দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।” বক্তব্য রাখেন সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল, যুগান্তরের জহিরুল ইসলাম। স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।

মুন্সীগঞ্জ

শ্রীনগরে বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন ও শ্রীনগর প্রেসক্লাবের আয়োজনে শনিবার সকাল ১১টায় ডাকবাংলো মোড়ে মানববন্ধন হয়। বক্তব্য রাখেন এম তরিকুল ইসলাম, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন, শেখ আসলাম, আসাদুজ্জামান জীবন, মেহেদী হাসান সুমন প্রমুখ।

চন্দনাইশ, চট্টগ্রাম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গাছবাড়িয়া কলেজ গেইট চত্বরে শনিবার সকালে তিন ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়। প্রবীণ সাংবাদিক মাষ্টার নুরুল আলমের সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, এসএম মহিউদ্দিন, জাহেদুল ইসলাম প্রমুখ।

নড়াইল

নড়াইল প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন হয়। সভাপতি এস এম আব্দুল হক, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, আজিজুল ইসলাম, সাইফুল ইসলাম তুহিন, মলয় কান্তি নন্দী বক্তব্য রাখেন।

লাকসাম, কুমিল্লা

লাকসাম প্রেসক্লাবের আয়োজনে শনিবার বিকেলে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে মানববন্ধন হয়। সভাপতি নুর উদ্দিন জালাল আজাদ, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, আবুল হোসেন বাবুল, মোঃ শহিদুল ইসলাম শাহীন বক্তব্য রাখেন।

দেবিদ্বার, কুমিল্লা

দেবিদ্বারে শনিবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের স্বাধীনতা চত্বরে মানববন্ধন হয়। বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের এবিএম আতিকুর রহমান বাশার, সমকালের সৈয়দ খলিলুর রহমান বাবুল, মুক্ত খবরের মো. ময়নাল হোসেন, নয়া দিগন্তের মো. ফখরুল ইসলাম সাগর প্রমুখ।

গুরুদাসপুর, নাটোর

গুরুদাসপুর শাপলা চত্বরে শনিবার সাড়ে ১১টায় মানববন্ধন হয়। চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাস, সাধারণ সম্পাদক নাজমুল হাসান, আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। তারা তুহিনের পরিবারের জন্য সরকারি সহায়তার দাবি জানান।

সাংবাদিকরা একযোগে বলেন, তুহিনের হত্যা দেশের সাংবাদিক সমাজে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচার আইনে শাস্তি, সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন এবং নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানান।

পাটগ্রাম, লালমনিরহাট

পাটগ্রামে শনিবার সকাল সাড়ে ১০টায় চৌরঙ্গী মোড়ে মানববন্ধন হয়। ইফতেখার আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, সাধারণ সম্পাদক হাফিজুল হক প্রধান, পাটগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মিডিয়া প্রচার সম্পাদক মাসুদ আলম, চরমোনাই নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক কামরান হাবিব, আব্দুল মান্নান, শহিদুল ইসলাম, সাইফুল সবুজ প্রমুখ।

সদরপুর, ফরিদপুর

সদরপুরে শনিবার সকাল ১১টায় উপজেলা চত্বরে মানববন্ধন হয়। বক্তব্য রাখেন সাব্বির হাসন, শিমুল তালুকদার, আবুর বাসার মিয়া, সাঈদুর রহমান লাভলু, প্রভাত কুমার সাহ, তানভীর তুহিন। সাংবাদিকরা একযোগে বলেন, তুহিনের হত্যা দেশের সাংবাদিক সমাজে গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতার আতঙ্ক সৃষ্টি করেছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের শনাক্ত করে বিচার আইনে শাস্তি, সাংবাদিক সুরক্ষা আইনের বাস্তবায়ন এবং নিহতের পরিবারের জন্য আর্থিক সহায়তার দাবি জানান।

ছাতক, সুনামগঞ্জ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের নৃশংস হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতন-মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাতকে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুর ২টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

বিএমএসএফ ছাতক শাখার সভাপতি মোশাহিদ আলীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক জুনেদ আহমদ রুনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি। প্রধান বক্তা ছিলেন দৈনিক কালবেলার প্রতিনিধি সাকির আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবকণ্ঠের প্রতিনিধি এম এইচ খালেদ মিয়া, দৈনিক আমার দেশের প্রতিনিধি মোশাররফ হোসেন, বিএমএসএফ’র সহ-সভাপতি আরিফুর রহমান মানিক, ফজল উদ্দিন, আক্তার হোসেন, তাজিদুল ইসলাম, জানে আলম, এ.আর ছায়েম, সমাজকর্মী আলী আহমদ তালুকদার, মোহাম্মদ আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বিএমএসএফ জানায়, ২০১৩ সাল থেকে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি’ গঠনের মাধ্যমে তারা সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছে। বক্তারা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

কসবা, ব্রাহ্মণবাড়িয়া

শনিবার বিকেল ৫টায় কসবা থানা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কসবা মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ তসলিম মিয়া, প্রেসক্লাব সভাপতি মোবারক হোসেন চৌধুরী নাছির, সাংবাদিক শাহ পরান, ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর আলম শাহীনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাধারণ মানুষ অংশ নেন।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ

একই দিন দুপুর ১২টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জাহিদ হাসান। বক্তব্য রাখেন ফয়সল আহমেদ, ম. সেলিম, হাবিবুর রহমান, মুর্শেদুল কবির রিপন ও উবায়দুল্লাহ রুমি।

চকরিয়া, কক্সবাজার:

শনিবার বিকেল ৪টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে মানববন্ধন হয়। বক্তব্য রাখেন এম. জাহেদ চৌধুরী, বশির আল মামুন, এম আলী হোসেন, একেএম বেলাল উদ্দিন, মোঃ মনজুর আলম, জিয়াউদ্দিন ফারুক ও আবুল মনসুর মোঃ মহসিন।

মান্দা, নওগাঁ

শনিবার সকাল ১১টায় ফেরিঘাট বাসস্ট্যান্ডে স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, মাসুদ রানা, পলাশ চন্দ্র সরকার, আব্দুল মজিদ সম্রাট, রইচ উদ্দিন ও ওয়াসিম রাজু। সকল মানববন্ধনে সাংবাদিকরা তুহিনের হত্যার নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানান।

সোনারগাঁও, নারায়ণগঞ্জ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা জামে মসজিদের সামনে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে জয়দেবপুর চৌরাস্তায় নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকি। তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি করেন।

উপস্থিত ছিলেন যুগান্তরের আল-আমিন তুষার, নয়াদিগন্তের হাসান মাহমুদ রিপন, মানবজমিনের আবুবকর সিদ্দিক, বাংলাদেশ প্রতিদিনের মাজহারুল ইসলাম, সমকালের শাহাদাত হোসেন রতন, কালবেলার রুবেল মিয়া, দেশ রূপান্তরের রবিউল হুসাইনসহ অনেকে।