
বাংলাদেশের সাবেক সফল ওপেনার তামিম ইকবাল খান এবার ক্রিকেট প্রশাসনে যুক্ত হচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে তিনি পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। প্রথম ধাপ হিসেবে পরিচালক নির্বাচিত হওয়ার পর তিনি বোর্ডের সভাপতি হওয়ার দিকেও নজর রাখছেন। সম্প্রতি একটি প্রথম সারির পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এবং ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-এর এক প্রতিবেদনে তামিম এই আগ্রহের কথা জানিয়েছেন।
তামিম ইকবাল বলেন, "আমি বিসিবি নির্বাচনে অংশ নেব কি না, এটাই মূল প্রশ্ন। আমি পরিচালক পদে নির্বাচন করছি। বাংলাদেশ ক্রিকেটের জন্য কিছু করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসতে হবে। আমার বিশ্বাস, যদি আমি বোর্ডে আসি, তবে আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে। এখনই বলা বোকামি হবে যে আমি সভাপতি হতে চাই। যদি দেখি পর্যাপ্ত সমর্থন আছে, তখন বিবেচনা করব।"
তিনি আরও বলেন, এখন এমন প্রার্থী বেছে নেওয়ার সময় এসেছে, যারা আসলেই দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে পারবে।
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিন ক্যাটাগরিতে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ঢাকাভিত্তিক ক্লাব থেকে ১২ জন, আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে ১০ জন এবং ‘অন্যান্য প্রতিনিধি’ কোটায় ১ জন পরিচালক নির্বাচিত হন। এছাড়া, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ২ জন পরিচালক মনোনীত করে। নির্বাচিত পরিচালকরা এরপর বোর্ডের সভাপতি নির্বাচন করেন।
তামিম ইকবালের এই সিদ্ধান্ত বাংলাদেশের ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের বোর্ডে আসা ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেকেই।
Comments