শ্যামনগরে ভাসমান বিওপি উদ্বোধন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রায়মঙ্গল নদী ও বয়েসিং খালের সংযোগস্থলে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বয়েসিং ভাসমান বিওপি উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ মে) বেলা ১১টায় ভাসমান বিওপি উদ্বোধন করেন স্বরাষ্ট উপদেষ্টা লেঃ জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী।
এর আগে ঢাকা থেকে হেলিকপ্টর যোগে সকাল সাড়ে ১০টায় উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী (কৈখালী) কোস্টগার্ড হেলিপ্যাডে অবতরণ করেন তিনি।
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ মোস্তাক আহম্মেদ, ১৭ নিলডুমুর বিজিবি ক্যাম্প কমান্ডার লেঃ কর্নেল শাহরিয়ার রাজীব, সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মুনিরুল ইসলাম, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনি খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্যাহ আল রিফাত ও শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা তাঁকে স্বাগত জানান।
উদ্বোধন শেষে এক প্রেস ব্রিফিং-এ স্বরাষ্ট উপদেষ্টা লেঃ জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত এই ভাসমান বিওপি একটি অপারেশনাল প্লাটফর্ম যা জলপথে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি জোরদার করবে। সুন্দরবনের বিস্তীর্ণ জলভূমি ও নদীঘেরা সীমান্ত এলাকাগুলোতে স্থল পথে নিয়মিত টহল ও নিরাপত্তা বজায় রাখ কঠিন। এই ভাসমান বিওপি চোরা চালান, মানব পাচার, বনজ সম্পদ লুন্ঠন এবং সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবিকে তাৎক্ষনিক এবং কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করবে। বাংলাদেশ ভারত ৪হাজার ১৫৬ কিলোমিটার সীমান্তের মধ্যে ১৮০ কিঃ মিঃ নদীমাতৃক যার মধ্যে প্রায় ৭৯ কিঃমিঃ এলাকা সুন্দরবনের অর্ন্তগত। পূর্বেও দুটি ভাসামান বিওপি ১টি কাটি কাটায় অপর আরেকটি আঠারো বেকিতে স্থাপন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বয়েসিং তৃতীয় ভাসমান বিওপি হিসাবে উদ্বোধন করা হয়েছে।
তিনি বলেন, সীমান্তে কার্যকর জলাভিত্তিক নজরদারি নিশ্চিত করতে বিজিবি’র অধীনে একটি বিশেষ রিভারাইন বর্ডারগার্ড ব্যাটালিয়ান গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন আছে যা ভবিষ্যতে সীমান্ত ব্যবস্থাপনায় যুগান্তকারী ভূমিকা রাখবে। বয়েসিং ভাসমান বিওপি শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি একটি কৌশলগত নিরাপত্তা পদক্ষেপ যা সীমান্ত এলাকায় শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে বিজিবি’র অঙ্গীকারের প্রতিফলন। এই উদ্যোগ সীমান্তে নতুন নিরাপত্তা সংস্কৃতি প্রতিষ্ঠার পথে অগ্রণী ভূমিকা রাখবে এবং কার্যকর বর্ডার ম্যানেজমেন্ট সহায়ক হবে।
অনুষ্ঠান শেষে তিনি দুপুর দেড়টায় বাগেরহাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
Comments