Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনার ঘোষণা দিয়েছেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি পদপ্রার্থী আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় ঢাবির বটতলায় ডাকসুর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ, এজিএস পদপ্রার্থী মহিউদ্দিন খানসহ প্যানেলের অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের পর রাজনৈতিক আজাদি পেলেও সাংস্কৃতিক আজাদি এখনো অর্জিত হয়নি। স্বৈরাচারের দোসররা ইসলামিক সিম্বলকে হেয় করছে। আমরা বিজয়ী হলে ইসলামিক সিম্বলের স্বাভাবিক মর্যাদা ফিরিয়ে আনব এবং কালচারাল ফ্যাসিবাদ দূর করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাল্টিকালচারাল হাবে রূপান্তর করব, যেখানে হিন্দু, বৌদ্ধ, চাকমা, মারমাসহ সবাই মুক্তভাবে ধর্মচর্চা করতে পারবে।”

তিনি আরও বলেন, কলাভবনের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় ক্লাসরুম সংকট, পুরোনো লিফট, কমনরুমে নারী স্টাফের অভাবসহ বিভিন্ন সমস্যা চিহ্নিত হয়েছে। নির্বাচিত হলে এসব সমাধানে সর্বাত্মক কাজ করা হবে। তিনি প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে স্বচ্ছতার দাবি জানান।

জিএস পদপ্রার্থী এস এম ফরহাদ বলেন, “নিয়ম মেনে পোস্টার লাগানো হলেও প্রশাসন হঠাৎ নিয়ম বদলানোয় সমস্যা হচ্ছে।” নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তে স্টেকহোল্ডারদের সঙ্গে পরামর্শের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।