Image description

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে এবং আহত হয়েছেন ২৫০০ জনের বেশি। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে জানান, কুনার প্রদেশে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে, এ ছাড়া নানগারহারে ১২ জন নিহত ও ২৫৫ জন আহত হয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রোববার মধ্যরাতে জালালাবাদ থেকে ১৭ মাইল দূরে পাকিস্তান সীমান্তের কাছে অগভীর (৮ কিলোমিটার গভীরতায়) ভূমিকম্পটি আঘাত হানে। এরপর ৪.৫ থেকে ৫.২ মাত্রার তিনটি আফটারশক অনুভূত হয়। অগভীর ভূমিকম্প হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান বলেন, “দুর্গম পার্বত্য এলাকায় উদ্ধারকাজ চলছে। সীমিত যোগাযোগব্যবস্থা ও ভূমিধসের ঝুঁকি কাজকে জটিল করছে।” তিনি জানান, শতাধিক উদ্ধারকর্মী নিয়োজিত রয়েছেন, তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র পেতে সময় লাগবে।

আফগানিস্তান ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যে কারণে দেশটি ভূমিকম্পপ্রবণ। ২০২২ সালে ৫.৯ মাত্রার ভূমিকম্পে প্রায় ১০০০ মানুষ নিহত হয়েছিল। বর্তমান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে।