কুড়িগ্রামের ফুলবাড়ীতে চলতি মৌসুমে ভুট্টার আবাদে ঝুঁকছেন কৃষক। অনান্য ফসলের চেয়ে দাম ভালো হওয়ায় ভুট্টা চাষে মনোযোগী চাষিরা। কম খরচে ভুট্টা চাষে প্রায় দ্বিগুণ লাভ হওয়ায় দিন-দিন বাড়ছে ভুট্টার আবাদ। দুর্জয়,পাইওনিয়া মহাবীর, কাবেরী সহ বিভিন্ন জাতের ভুট্টা চাষ করলেও ভুট্টারাজ পি ৯৫ ও পি ৫৫ জাতের ভুট্টার বাম্পার ফলন হওয়ায় চরাঞ্চলের কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে।