৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ধীরে ধীরে রাজপথে সক্রিয় হওয়ার চেষ্টা করছে রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি। দলটি তাদের ঝিমিয়ে পড়া আন্দোলনকে পুনরুজ্জীবিত করার কৌশল নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার মাস পর হঠাৎ এ অঞ্চলে ভূরাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের বিশেষ ইঙ্গিত থেকে দলটির নীতিনির্ধারক মহল এমন সিদ্ধান্ত নিয়েছে। অনেকটা তড়িঘড়ি করে বেশকিছু কর্মসূচিও পালন করেছে।