দারিদ্রতার শীর্ষে কুড়িগ্রাম জেলা। সরকারের সর্বশেষ তথ্যমতে, দারিদ্র্যের হার ৭০দশমিক ৮ভাগ। এর অন্যতম কারণ নদী ভাঙন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও গঙ্গাধর সহ ১৬নদ-নদীই ভাঙন প্রবণ। শুধু বর্ষায় নয়, শুষ্ক মৌসুমেও ভাঙন অব্যাহত থাকে এসব নদ-নদীতে।