জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার বাহাদুর সব কিছু ছেড়ে কলকাতায় চলে যান। আর কালের সাক্ষী হয়ে থেকে যায় তার জমিদারবাড়ি। জমিদার, সামন্ত, প্রজা, গোমস্থা বিহীন অবস্থায় এখন বেহাল দশা তার। ধ্বসে গেছে জমিদার বাড়ির বেশ কিছু অংশ। অসাধু ব্যক্তিরা বিভিন্ন সময়ে নিয়ে গেছে জমিদার বাড়ির বিভিন্ন অংশ। আগে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ঘুরতে আসলেও এখন তা প্রায় বন্ধ। যার নেপথ্যে রয়েছে সংস্কারের অভাব এবং অবৈধদখল।