Image description

ভুটানে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবারও নেপালকে পরাজিত করেছে। বুধবার বিকেলে চাংলিমিথাং স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৪-১ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে। বাংলাদেশের জয়ে হ্যাটট্রিক করেছেন সুরভী আকন্দ প্রীতি। অন্য গোলটি করেছেন থৈনু মারমা।

এর আগে, ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতির এই টুর্নামেন্টের প্রথম দেখায় বাংলাদেশ নেপালকে ৩-০ গোলে হারিয়েছিল। আজ দ্বিতীয়বার মুখোমুখি হয়েও বাংলাদেশ তার আধিপত্য বজায় রাখে।

খেলার ৩৮ মিনিটে থৈনু মারমা একক প্রচেষ্টায় গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। এর সাত মিনিট পর প্রীতি ব্যবধান দ্বিগুণ করেন। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে নেপাল একটি গোল শোধ করে।

দ্বিতীয়ার্ধে নেপাল সমতা ফেরানোর চেষ্টা করলেও ম্যাচের ৭৬ মিনিটে প্রীতি কর্নার থেকে বল পেয়ে দলের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন। নয় মিনিট পর তিনি নিজের হ্যাটট্রিক পূরণ করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ের পর চার ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৯। শিরোপা জিততে হলে পরবর্তী ম্যাচে তাদের শক্তিশালী ভারতকে হারাতে হবে। প্রথম পর্বে ভারতের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে রয়েছে।