Image description

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার শক্তিশালী অভিনয়শৈলীর পাশাপাশি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারের জন্যও প্রশংসিত। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার নতুন একটি ফটোশুটের ছবি ঝড় তুলেছে, যা ভক্তদের মাঝে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ফটোশুটটিতে জয়াকে কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি কেপ জ্যাকেটে দেখা গেছে। সিঁড়িতে বসে বা হেলান দিয়ে দেওয়া তার আত্মবিশ্বাসী ভঙ্গিমা মুগ্ধ করেছে সবাইকে। পোশাকের সঙ্গে মানানসই কালো হাই হিল, বড় মুক্তার দুল এবং স্টেটমেন্ট আংটি তার সাজে এনেছে এক রাজকীয় ছোঁয়া। হালকা মেকআপ, ন্যুড লিপস্টিক এবং ঢেউখেলানো চুলের স্টাইল এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ছবিগুলো প্রকাশ হওয়ার পর নেটিজেনরা তার প্রশংসা করে নানা মন্তব্য করছেন। অনেকেই বলছেন, "এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন" এবং "বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা।"

বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার চলচ্চিত্রেও সমানতালে কাজ করে চলেছেন জয়া আহসান। অভিনয়ে একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পাশাপাশি তিনি একজন স্টাইল আইকন হিসেবেও পরিচিত। নতুন এই ফটোশুটের ছবিগুলো আবারও প্রমাণ করেছে যে, তিনি শুধু একজন সফল অভিনেত্রীই নন, বরং ফ্যাশনের জগতেও তার আলাদা একটি অবস্থান রয়েছে।