
নিজের প্রথম ওভারেই শিকার ধরলেন সানজিদ মজুমদার। পরে আরও তিন উইকেট নিলেন বাঁহাতি স্পিনার। দক্ষিণ আফ্রিকাকে দেড়শর আগে গুটিয়ে দিতে বল হাতে অবদান রাখলেন সামিউন বাশারও। এরপর রান তাড়ায় বাংলাদেশ যখন ভীষণ চাপে, ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ালেন তিনি। আগ্রাসী ফিফটিতে ফিরলেন দলের জয় সঙ্গে নিয়ে।
ত্রিদেশীয় যুব ওয়ানডে সিরিজে বুধবার ৫ উইকেটে জিতেছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ১৪৭ রানে থামিয়ে ১২৩ বল আগে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ১ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়েই সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দলটির বিপক্ষে দ্বিতীয় দেখায় অবশ্য পেরে ওঠেনি তারা। সেই ধাক্কা সামলে এবার ফের পেল জয়ের স্বাদ।
শিরোপা নির্ধারণী লড়াইয়েও মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
সামিউনের কৃতিত্বে আসরে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবার হারিয়েছিল বাংলাদেশ। এবারও দলের জয়ের নায়ক তিনি। বাঁহাতি স্পিনে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে করেন ৫২ রান। তার ৩৬ বলের বিস্ফোরক ইনিংসটি সাজানো ৩ ছক্কা ও ৬টি চারে।
প্রাথমিক পর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী শুক্রবার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। রোববার মাঠে গড়াবে ফাইনাল।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল: ৩৭.২ ওভারে ১৪৭ (ফন স্কালভিক ৫, লাগাডিন ১৬, রোলেস ৪, ফিরি ১, জেমস ৩৩, বসম্যান ৮, প্রিটোরিয়াস ১৮, মাবাথা ৩৯, সোনি ৮, কিতশিনি ০, মাজোলা ৫*; ফাহাদ ৮-৩-২০-২, ইকবাল ২-০-১১-১, সানজিদ ৮-০-৩৯-৪, রিজান ৬-০-২৫-১, আজিজুল ৩-০-১৬-০, সাধিন্ন ৪-১-১২-০, সামিউন ৬.২-০-২৩-২)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ২৯.৩ ওভারে ১৪৮/৫ (জাওয়াদ ৩, রিফাত ৪৩, আজিজুল ৭, রিজান ১, কালাম ৬, আবদুল্লাহ ২০, সামিউন ৫২; সোনি ৮-১-৫৬-০, মাজোলা ১০-১-২৯-৪, মাবাথা ৫-০-১৮-০, জেমস ৪-০-২৩-১, রোলেস ১-০-৪-০, কিতশিনি ১-০-৭-০, বোসম্যান ০.৩-০-২-০)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫ উইকেটে জয়ী
Comments