Image description

হঠাৎ ভিন্ন এক কারণে সংবাদের শিরোনাম হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের বিরুদ্ধে তাঁরই বাল্যবন্ধুকে মারধরের  অভিযোগ উঠেছে। শুধু অভিযোগ নয়, এই ঘটনায় ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করা হয়। 

এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন তাসকিন আহমেদ নিজেই। তিনি জানিয়েছেন এই ঘটনার বাস্তবতা ভিন্ন, পুরো বিষয়টি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অনুরোধ জানিয়ে তাসকিন লেখেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’ 

তাসকিন তাঁর পোস্টে আরও জানান যা হয়েছে তা নিয়ে তাঁর বন্ধুর সঙ্গে কথোপকথন হয়েছে, ‘যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’