
ব্যাংক, বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপের প্রচলন রয়েছে। ক্রীড়া ফেডারেশনগুলোতে সেই ধারা নেই বললেই চলে। বাফুফে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো এক মাসের ইন্টার্নশিপ প্রোগ্রাম করেছে। সেখানে দশ জনের মধ্যে দুই জন ফ্রান্স প্রবাসীও রয়েছেন।
বাফুফের ইন্টার সিটি স্কুল কমিটির চেয়ারম্যান সারতাজ ভূইয়া। বহুজাতিক কোম্পানিতে দীর্ঘদিন ইন্টার্নশিপ নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকায় বাফুফে সভাপতি তাবিথ আউয়াল তাকে এই প্রক্রিয়ায় সাথে রেখেছেন। ফুটবল ফেডারেশনের ইন্টার্নশিপ নিয়ে সারতাজ বলেন, 'ফুটবল নিয়ে তরুণরা অত্যন্ত আগ্রহী। যারা নিজ থেকে ইচ্ছুক হয়ে ফুটবলের বিভিন্ন বিষয় জানার ও কাজের আগ্রহ প্রকাশ করে ফেডারেশনে আবেদন বা যোগাযোগ করেছে তাদের মধ্যে থেকেই ইন্টার্নশিপ করানো হয়েছে।
এর মধ্যে দুই জন প্রবাসীও রয়েছেন। যারা দেশে থাকাবস্থায় ফুটবলে সময় দিতে চেয়েছেন। আগামীতে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রদের নিয়ে ইন্টার্ন করার পরিকল্পনা রয়েছে। যার মাধ্যমে ফুটবল ফেডারেশনে ফুটবলে আগ্রহী ও জ্ঞানসম্পন্ন দক্ষ পেশাদার এক্সিকিউটিভ পাওয়া যেতে পারে। পাশাপাশি ফুটবলে আগ্রহী তরুণরাও ফেডারেশন ও ফুটবল সম্পর্কে বাস্তব ধারনা ও আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।'
আজ সভাপতি তাবিথ আউয়াল নিজস্ব অফিসে ১০ জন শিক্ষার্থীকে ইন্টার্নশিপ সনদ প্রদান করেন। সনদ প্রদানকালে তিনি ইন্টার্নদের ক্রীড়ার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন এবং বিশ্বের যেকোনো প্রান্তেই ফুটবল নেতৃত্ব ঐক্য-দলগত চেতনার বার্তা দেন। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে নতুন প্রজন্ম, শিক্ষা এবং ফুটবল উন্নয়নের মাঝে একটি সেতুবন্ধনের চেষ্টা করছে বাফুফে।
Comments