
অহেতুক যৌনতা, হিংসা এবং আপত্তিকর বিষয়বস্তুর বাড়াবাড়ি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় (এমআইবি)। এর অংশ হিসেবে দেশটির ২৪টি অ্যাপ এবং ওয়েব প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে।
নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে কিছু অ্যাপ ‘সফট পর্ন’ ছড়ানোর অভিযোগে সরাসরি নিষিদ্ধ হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে সরকার ডিজিটাল প্ল্যাটফর্মে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ করতে চাইছে।
ভারতের সেই মন্ত্রণালয় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব অ্যাপ ও ওয়েবসাইটের নাম প্রকাশ করেছে। তালিকায় রয়েছে—‘অল্ট’, ‘উল্লু’, ‘বিগ শটস অ্যাপ’, ‘দেশি ফ্লিক্স’, ‘বুমেক্স’, ‘নবরস লাইট’, ‘গুলাব’সহ আরও কয়েকটি প্ল্যাটফর্ম।
মন্ত্রণালয়ের অভিযোগ, ভারতের ২০০০ সালের তথ্যপ্রযুক্তি আইন (বিশেষ করে ধারা ৬৭ এবং ৬৭এ), ২০২৩-এর ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ এবং অশ্লীলভাবে নারী শরীর প্রদর্শন (নিষেধ) আইন, ১৯৮৬ সালের ধারা ৪-এর নির্দেশ লঙ্ঘন করেছে ওয়েব প্ল্যাটফর্মগুলো।
আইটি আইনের ধারা ৬৭ এবং ৬৭এ অনুযায়ী বৈদ্যুতিক মাধ্যমে কোনোভাবে অশ্লীল বা যৌন উত্তেজক কোনো কিছু দেখানো যাবে না। একইভাবে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ২৯৪ অনুযায়ী গানের দৃশ্যে অশ্লীল অঙ্গভঙ্গিও নিষিদ্ধ। আবার ১৯৮৬ সালের আইন অনুযায়ী, কোনো মাধ্যমেই নারীকে অশ্লীল ভাবে উপস্থাপন করা যাবে না। দপ্তরের দেওয়া তালিকায় উল্লিখিত ওয়েব প্ল্যাটফর্মগুলো এই সব কয়টি আইন লঙ্ঘন করেছে বলে মন্ত্রণালয়ের দাবি।
ইতোমধ্যেই অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলোর কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ দেশে নিষিদ্ধ অ্যাপ ও ওয়েব প্ল্যাটফর্মগুলো যেন কোনো ভাবে দেখা না যেতে পারে তার জন্যই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Comments