
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে খেলার জন্য লাহোর কালান্দার্সের প্রস্তাব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। আর সে জন্য দ্রুতই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তি পত্র (এনওসি) চেয়েছিলেন এই টাইগার অলরাউন্ডার। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই ছাড়পত্র দিয়েছে বিসিবি।
এর ফলে, পিএসএলের দুইবারের চ্যাম্পিয়ন দল লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামতে আর কোনো বাধা রইলো না মিরাজের। সূত্র জানিয়েছে, আজ সোমবার রাতেই পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। মূলত সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে জাতীয় দলে না থাকার কারণেই মিরাজ দ্রুত এই এনওসি পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বিসিবি মিরাজকে আগামী ২২ থেকে ২৫ মে পর্যন্তের জন্য এনওসি প্রদান করেছে। টুর্নামেন্টের শেষ মুহূর্তে এই বাংলাদেশি অলরাউন্ডারের অন্তর্ভুক্তি লাহোরের স্পিন আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, জিম্বাবুয়ের অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার পরিবর্তে মিরাজকে দলে নিয়েছে লাহোর। কারণ জাতীয় দলের হয়ে খেলা থাকায় প্লে-অফের ম্যাচগুলোতে রাজার অংশগ্রহণ অনিশ্চিত। জিম্বাবুয়ের ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজের জন্য লাহোরের প্লে-অফে জায়গা নিশ্চিত করেই নটিংহ্যামের পথে রওনা হবেন এই নিয়মিত ক্রিকেটার।
উল্লেখ্য, গতকাল রোববার পেশোয়ার জালমিকে হারিয়ে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে লাহোর।
Comments