
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণার পর আবারও মাঠে গড়াতে পারে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সাময়িক স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আবারও শুরু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
শনিবার দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসার পর, পিএসএল কর্তৃপক্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং বিদেশি খেলোয়াড়দের আপাতত দুবাইয়ে রাখার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।
সূত্র অনুযায়ী, পিএসএল প্রশাসন স্থানীয় খেলোয়াড়দেরও প্রস্তুত থাকতে বলেছে এবং টুর্নামেন্টের বাকি আটটি ম্যাচ ইসলামাবাদের নিকটস্থ রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা চলছে।
এর আগে, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত-পাকিস্তানের মধ্যে টানা সংঘর্ষ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে পিসিবি পিএসএল সিজন ১০ অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে। সংঘর্ষে ভারতীয় ড্রোন অনুপ্রবেশ এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উল্লেখযোগ্য ছিল।
পিসিবি এ হামলাকে ভারতের ‘দায়িত্বজ্ঞানহীন আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে শহিদ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রতি সংহতি প্রকাশ করে।
এছাড়া, বোর্ড বিদেশি খেলোয়াড়দের মানসিক চাপ ও তাদের পরিবারের নিরাপত্তা উদ্বেগের বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
পিএসএল ১০ এর ২৭টি ম্যাচ ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। কোয়েটা গ্ল্যাডিয়েটরস ৬টি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। এরপর রয়েছে করাচি কিংস, ইসলামাবাদ ইউনাইটেড ও লাহোর কালান্দার্স। পেশোয়ার জালমি এখনও প্লে-অফের দৌড়ে থাকলেও মুলতান সুলতানস বিদায় নিয়েছে টুর্নামেন্ট থেকে।
Comments