Image description

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বলার মতো সাফল্য নেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। আসন্ন পাকিস্তান ও আরব আমিরাত সফরে টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক বেছে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন দাসের কাঁধে নেতৃত্ব তুলে দিয়েছে বোর্ড। 

এবার ওয়ানডে ও টেস্ট দলের জন্য দীর্ঘমেয়াদি অধিনায়ক নিয়োগ দিতে চায় বিসিবি। বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানান, টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে নেতৃত্বের শূন্যতা পূরণে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, ওয়ানডে আর টেস্টেও আমরা দীর্ঘমেয়াদী অধিনায়কত্বে যাব। এটা নিয়ে আলোচনা করেছি। খুব দ্রুতই ৫০ ওভারের ও টেস্ট অধিনায়কের ঘোষণা দেব।

বর্তমানে বাংলাদেশ দলের স্থায়ী অধিনায়ক নেই এ দুই ফরম্যাটে। মাঝে মাঝে ভারপ্রাপ্ত হিসেবে বিভিন্ন খেলোয়াড় দায়িত্ব পালন করলেও বোর্ড এখন একটি নির্দিষ্ট দিকনির্দেশনা ও নেতৃত্ব প্রতিষ্ঠায় আগ্রহী।

ফাহিম আরও বলেন, আমরা হয়তো আরও দুই-আড়াই মাস পর টেস্ট খেলব। সাধারণত সিরিজের এক সপ্তাহ আগে জানানো হয় অধিনায়কের নাম। কিন্তু অধিনায়কের দায়িত্ব ম্যাচ চলাকালীন সীমাবদ্ধ নয়। দল গঠনের শুরু থেকেই তার ভূমিকাটা গুরুত্বপূর্ণ।

টেস্ট ও ওয়ানডে দলেও শিগগিরই একজন করে স্থায়ী অধিনায়কের নাম ঘোষণা করা হবে বলে আভাস দিয়েছে বিসিবি। 

বিসিবির একটি সূত্র জানায়, টেস্ট ও ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ার তালিকায় এগিয়ে আছেন পেসার তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। এর মধ্যে মিরাজ আগেও ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন।