
মধ্যাহ্ন বিরতির আগে স্বস্তিতে বাংলাদেশ দল। স্বাগতিকদের সংগ্রহ এরই মধ্যে চারশো পেরিয়ে গেছে। লিড দেড়শো ছাড়িয়েছে। সাত উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয়দিন শুরু করেছিল বাংলাদেশ। সেখান থেকে ৮ উইকেট হারিয়ে ৪০৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গেল বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ ৭৬ ও তানজিম হাসান সাকিব ২৯ রানে ক্রিজে আছেন। মধ্যাহ্ন বিরতি চলছে।
তানজিম সাকিবকে নিয়ে রানের চাকা সচল রেখেছেন মিরাজ। ১১৩তম ওভারে চারশ’তে পৌঁছেছে। ১১৪ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০৪ রান। লিড ১৭৭ রাঙের। মিরাজ ৭৬ এবং সাকিব তানজিম সাকিব ২৯ রানে ব্যাট করছেন।
তৃতীয় দিনের খেলা শুরুর আগে বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়। এর আগেই ৩০০ পেরিয়ে যায় স্বাগতিকেরা। ২০ মিনিট বন্ধ থাকার পর পুনরায় শুরু হলে সাবলীলভাবে এগোতে থাকেন মিরাজ ও তাইজুল ইসলাম। ৯৭তম ওভারের পঞ্চম বলে তাইজুলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ভিনসেন্ট মাসেকেসা। তাইজুল কাভার ড্রাইভ করতে গিয়ে মাসেকেসার ফ্লাইটে বিভ্রান্ত হয়েছেন। বাকি কাজটুকু সম্পন্ন করেছেন জিম্বাবুয়ে উইকেটরক্ষক তাফাদজোয়া সিগা। তাতে ভেঙে যায় অষ্টম উইকেটে মিরাজ-তাইজুলের ৮৪ বলে ৬৩ রানের জুটি।
তাইজুল ফেরার পর ব্যাটিংয়ে নামেন তানজিম সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচ দিয়েই টেস্টে অভিষেক হয়েছে তানজিম সাকিবের। বোলিংয়ের পাশাপাশি টুকটাক ব্যাটিংটা যে পারেন, সেটা আবারও দেখিয়েছেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার। মিরাজের সঙ্গে এরই মধ্যে নবম উইকেটে ৬২ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তানজিম সাকিব। এই জুটি খেলেছে ১০৩ বল। মিরাজ ৭৬ রানে অপরাজিত। ১০৯ বলের ইনিংসে মেরেছেন ১০ চার। আর তানজিম সাকিব ৫৭ বলে ১ ছক্কায় ২৯ রান করেছেন।
Comments