
তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের মাটিতে খাবিখাচ্ছে বাংলাদেশ। ২ উইকেটে প্রথম সেশন পার করলেও দ্বিতীয় সেশনে হারিয়ে বসেছে আরও ৫ উইকেট। সিলেট টেস্টের প্রথম দিনে শীর্ষ ব্যাটারদের প্রত্যেকেই হতাশ করেছেন দর্শকদের।
স্কোরবোর্ডে ভদ্রস্থ পুঁজি করার আগেই সাজঘরে ফিরছেন বাংলাদেশের ব্যাটাররা। শেষ ১৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে রীতিমত কাঁপছে টাইগারদের ব্যাটিং লাইনআপ তাতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। উইকেটে এখন একমাত্র স্বীকৃত ব্যাটার জাকের আলী।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেট খরচায় ১৯১ রান।
এদিন মধ্যাহ্নভোজরে পর ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৪০ রান করে সাজঘরে ফেরেন অধিনায়ক শান্ত। এরপর হাল ধরতে নেমে অভিজ্ঞ মুশফিক ফিরে যান মাত্র ৪ রান করে। ধাক্কা সামাল দিতে না পেরে সাজঘরের পথে হাঁটা দেন ফিফটি তুলে নেওয়া অভিজ্ঞ মুমিনুল হক। তিনি করেন ৫৬ রান।
এরপর বিপর্যয় কাটাতে নামেন মেহেদী হাসান। তিনিও এদিন নিরাশ করেন। জাকেরকে সঙ্গ দিতে পারেননি তাইজুলও। শেষমেশ হাসান এসে চা বিরতির আগ পর্যন্ত সময়টা সঙ্গ দিয়েছেন জাকেরকে।
এর আগে, টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ করেনি বাংলাদেশ। সাবধানী শুরু করে বড় ইনিংসের আভাস দিচ্ছিলেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তবে সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। শুরুর স্বস্তি ম্লান করে সাজঘরের পথে হাঁটা দিয়েছেন দুজনেই। দলীয় ৩২ রানে দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ।
এই মুহূর্তে ক্রিজে আছেন নাহিদ রানা এবং খালেদ।আহমেদ
Comments