Image description

অন্তর্বর্তীকালীন সরকার ও উপদেষ্টা পরিষদ তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, “সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে অপদস্থ ও হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।”

লন্ডনে মাহফুজ আলমের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টার ঘটনায় নিজের ফেসবুক পোস্টে এই প্রতিক্রিয়া জানান তিনি।

গত শুক্রবার লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ (সোয়াস) ক্যাম্পাসে একটি সেমিনারে যোগ দিয়েছিলেন মাহফুজ আলম। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় সোয়াস ক্যাম্পাসের পেছনের রাস্তা দিয়ে হাইকমিশনের গাড়ি বের হওয়ার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়ির ওপর ডিম নিক্ষেপ করেন। এর আগে আমেরিকাতেও তার ওপর হামলা ও অপদস্থ করার চেষ্টা হয়েছিল বলে জানা গেছে।

নাহিদ ইসলাম শনিবার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “গণ-অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। বারবার আওয়ামী ফ্যাসিস্টদের দ্বারা মাহফুজ আলম টার্গেট হচ্ছেন। পরবর্তী ধাপে আমরা প্রত্যেকেই টার্গেট হব। আমরা জানি, আমাদের জন্য কী অপেক্ষা করছে। গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখে আসছি।”

তিনি আরও বলেন, “মাহফুজ আলম গণ-অভ্যুত্থানের পর অন্তর্ভুক্তি ও দায়বদ্ধতার রাজনীতির কথা বলছেন, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটছে না। ফ্যাসিবাদ বিরোধিতার নামে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধের রাজনীতি শুরু হয়েছে, যা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনবে।” তিনি দাবি করেন, “মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় অন্তর্বর্তী সরকার কোনো জোরালো পদক্ষেপ নেয়নি। কোনো উপদেষ্টা বা প্রেসসচিব এ বিষয়ে একটি মন্তব্যও করেননি।”

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “সরকার ও উপদেষ্টারা মাহফুজদের ব্যবহার করে এখন তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। সময় প্রমাণ করবে মাহফুজ আলম সঠিক ছিলেন, যদি তিনি বেঁচে থাকার সুযোগ পান।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা এগুলো মনে রাখছি। রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে।”

এই ঘটনা দেশে-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা এবং সরকারের নীরবতা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।