
‘আসল জুলাইযোদ্ধা’ দাবি করা একদল তরুণের সঙ্গে হাতাহাতি আর পুলিশের লাঠিপেটার পর শাহবাগ ছাড়লেন জুলাই সনদ ও ঘোষণাপত্রের দাবিতে অবরোধ চালিয়ে আসা আন্দোলনকারীরা। এ সময় এক তরুণী সাংবাদিকদের বলেন, ‘আপনারা এখন কেন আসছেন। আমার ভাইদের আমি পাইতেছি না। আমার ভাইগুলোরে একটু আগে মারছে লাঠি দিয়া।মারতে মারতে দৌড়াইতে দৌড়াইতে নিয়া গেছে।’
টানা ৩২ ঘণ্টা অবরোধের পর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরেক দল ব্যক্তি নিজেদের ‘প্রকৃত জুলাইযোদ্ধা’ দাবি করে ওই অবরোধকারীদের ওপর হামলা করেন। তারা শাহবাগ মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড (প্রতিবন্ধকতা) সরিয়ে দেন।
দৌড়াতে থাকা ওই তরুণী বলেন, ‘সাংবাদিকগুলো কিভাবে নগদে পল্টি দিল।
সত্য কখনো চাপা থাকে নারে ভাই। আজকে যা খেলতেছেন না আপনারা, এটার প্রতিদান আপনারাই একদিন পাবেন। আপনারাই কপাল থাপড়াবেন ভুল করছি বলে।’
তিনি বলেন, ‘যারা প্রকৃত যোদ্ধা তাদের এ রকমই হয় কপালে।
কিন্তু আল্লাহর মাইর মহা মাইর। সত্য কখনো চাপা থাকে না। আমরাই সত্য, আল্লাহ সময় আসলে দেখিয়ে দিবে। কারা ভুয়া তখন দেখা যাবে। ’
Comments