Image description

কানাডার বাংলা পত্রিকা ‘নতুন দেশ’-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেছেন যে, উপদেষ্টা মাহফুজ আলম একটি ফেসবুক পোস্টে দাবি করেছেন, নতুন একটি রাজনৈতিক দল অর্থাৎ এনসিপির নীতিনির্ধারকরা চতুর্দিকে দুর্নীতি করে বেড়াচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, এসব চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থাই নিচ্ছে না।

শওগাত আলী সাগর বলেন, ‘উপদেষ্টা আসিফের বাবাকে নিয়ে বিশাল রিপোর্ট হয়েছে, তার পিএস-এপিএসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। যেই উপদেষ্টার বিরুদ্ধে এতসব অভিযোগ, সেই আসিফ মাহমুদ ড. ইউনূসের সবচেয়ে প্রিয় পাত্র।

তিনি বলেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে, বিএনপি যখন আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছিল তখন বিএনপির সঙ্গে বৈঠকে আসিফ মাহমুদকে পাশে বসিয়ে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা। অর্থাৎ তিনি এই বার্তা দিতে চেয়েছেন যে— তোমরা যার পদত্যাগ চাও, সে আমার কাছের মানুষ।’ 

জ্যেষ্ঠ এই সাংবাদিক বলেন, যেহেতু ড. ইউনূসের পৃষ্ঠপোষকতা তার ওপর রয়েছে, ফলে, আসিফ মাহমুদ নিজে, তার বাবা, তার আসিফের পিএ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব দেদারসে দুর্নীতি, চাঁদাবাজি করে গেছে। কিন্তু রাষ্ট্র নীরব থেকেছে, সরকার নীরব থেকেছে।’

তিনি বলেন, ‘পুরো সরকার একটি দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত হয়েছে। ফাহমিদুল হকের ভাষায়— গত বছরের জুলাইতে যারা বিপ্লবী ছিল, এক বছর যেতে না যেতেই তারা হয়ে ওঠেছে জুলাইয়ের চাঁদাবাজ। কেউ হয়েছে সন্ত্রাসী, কেউ মব তৈরি করে সারা দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। এই পরিস্থিতিতে ড. ইউনূসের শাসন ক্ষমতা, দক্ষতা ও যোগ্যতা নিয়ে তার নিজের লোকদের মধ্যে প্রশ্ন উঠেছে।