Image description

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদকে কেন বন্দরের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। তিনি বলেছেন, হান্নান মাসউদ কি বন্দর পরিচালনার বিষয়ে এক্সপার্ট? দেশে কি আর কোনো লোক ছিল না?

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এক টক শোতে এ প্রশ্ন তোলেন তিনি। 

ছাত্রদল সাধারণ সম্পাদক বলেন, কোনো একটা বন্দরের দায়িত্ব হান্নান মাসউদকে দেওয়া হয়েছে। তার কি শ্রমিক সংগঠন করার কোনো অভিজ্ঞতা ছিল? দেশে কি কোনো এক্সপার্ট, পেশাদারিত্ব লোক ছিল না?

বৈষম্যবিরোধী প্ল্যাপফর্মকে ব্যবহার করে যারা অনিয়ম করল, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করল, যারা হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল, তাদের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কি পদক্ষেপ নেবে— এ প্রশ্ন রাখেন নাছির উদ্দীন।

ছাত্র রাজনীতির প্রসঙ্গে তিনি বলেন, যখন নতুন ছাত্র সংগঠন গঠিত হয়েছিল, মধুর ক্যান্টিনে প্রতিবাদ করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাদের ওপর হামলা করা হয়। বিশেষ করে নারী শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছিল।