
সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সঙ্গে বিয়ের পর থেকেই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ও ইনফ্লুয়েন্সার রোজা আহমেদ। তাঁর অনবদ্য ফ্যাশন সেন্স এবং আকর্ষণীয় উপস্থিতি ভক্তদের মন জয় করছে। সম্প্রতি তাহসানের সঙ্গে একটি রোমান্টিক ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন রোজা।
গত কয়েকদিনে রোজা আহমেদ বিভিন্ন লুকে ভক্তদের সামনে হাজির হয়েছেন। কখনো হালকা গোলাপি পুতুলবেশে, কখনো শাড়িতে গর্জিয়াস লুকে। এবার তিনি তাহসানের সঙ্গে গোলাপি আবেশে মুগ্ধকর একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে রোজাকে হালকা গোলাপি পোশাকে চোখ বন্ধ অবস্থায় দেখা গেছে, আর তাহসানকেও একই রঙের পোশাকে দেখা গেছে।
রোজা তাঁর ফেসবুক স্ট্যাটাসে তাহসানের জনপ্রিয় গানের একটি লাইন জুড়ে দিয়ে লিখেছেন, ‘বৃত্তের ভেতর শুধু তুমি আছো’। সঙ্গে একটি ভালোবাসার ইমোজি যোগ করে তিনি এই পোস্টকে আরও আকর্ষণীয় করে তুলেছেন। এই ছবি এবং ক্যাপশন সামাজিক মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে, এবং ভক্তরা তাদের এই রোমান্টিক মুহূর্তের প্রশংসায় মুখর হয়েছেন।
রোজা আহমেদের পেশাগত যাত্রা
রোজা আহমেদ শুধু তাহসানের স্ত্রী হিসেবে নয়, একজন সফল মেকআপ আর্টিস্ট ও উদ্যোক্তা হিসেবেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন। তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি নিয়ে পড়াশোনা করেছেন এবং সেখান থেকে কসমেটোলজি লাইসেন্স অর্জন করেছেন। পড়াশোনা শেষে তিনি নিউ ইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।
এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন রোজা। তিনি কেবল মেকআপ শিল্পে দক্ষতা দেখিয়েই ক্ষান্ত হননি, বরং মেকআপ শিক্ষিকা হিসেবে নারীদের প্রশিক্ষণ দিয়ে অনেককে উদ্যোক্তা হতে সহায়তা করেছেন। তাঁর এই পেশাগত সাফল্য এবং সামাজিক মাধ্যমে সক্রিয় উপস্থিতি তাঁকে তরুণ প্রজন্মের কাছে একটি অনুপ্রেরণার উৎস করে তুলেছে।
রোজা আহমেদের এই সাম্প্রতিক পোস্ট এবং তাঁর সঙ্গীতশিল্পী তাহসানের সঙ্গে রোমান্টিক মুহূর্ত নেটিজেনদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তাঁদের এই জুটি এবং রোজার অনবদ্য স্টাইল সামাজিক মাধ্যমে প্রশংসার ঝড় তুলছে।
Comments