লোহাগড়ায় অন্ধ ও অসহায় বৃদ্ধার পাশে দাঁড়ালেন বিএনপির নেতৃবৃন্দ

নড়াইলের লোহাগড়ার কোলা গ্রামের অন্ধ ও অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগমের (৫১) পাশে দাঁড়িয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে ওই অন্ধ ও অসহায় বৃদ্ধার হাতে এক মাসের খাদ্য সামগ্রী তুলে দেন লোহাগড়া পৌর বিএনপির নেতা-কর্মীরা।
প্রসঙ্গত : উল্লেখ্য যে, সম্প্রতি অন্ধ ও অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগমের মানবেতর জীবনযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি নেতাকর্মীদের দ্রুত ওই অন্ধ ও অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে সাহায্য-সহযোগিতার নির্দেশ দেন।
তারই ধারাবাহিকতায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিয়ার রহমান সান্টুর নেতৃত্বে বুধবার দুপুরে নেতা-কর্মীরা ওই অন্ধ ও অসহায় বিধবা বৃদ্ধার কোলা গ্রামের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এসময় ওই অন্ধ বৃদ্ধা আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং এক পর্যায়ে কেঁদে ফেলেন।
অন্ধ ও অসহায় বৃদ্ধা আনোয়ারা বেগম কাশীপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের মৃত জাবের শেখের স্ত্রী। প্রায় ১০ বছর পূর্বে জাবের শেখ মারা যান। এই দম্পত্তির একমাত্র ছেলে আল মামুন মাদরাসায় লেখাপড়া করাকালীন সময়ে লোহাগড়ায় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল। গত এক বছর পূর্বে ফুটবল খেলতে গিয়ে আল মামুনের পা ভেঙ্গে যায়। বর্তমানে আল মামুন ঢাকায় তার খালা নার্গিস খানমের বাসা বাড়িতে চিকিৎসাধীন রয়েছে।
খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আটা, মুড়ি, চিড়া, ডিম ও লবণসহ অন্যান্য সামগ্রী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিদ আলম শিপলু, বড় বিএনপির সহ-সভাপতি সৈয়দ আব্দুস সবুর, শ্রমিক দলের নেতা সাবু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা লাক্সমি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য আশিকুর রহমান স্বপনসহ অন্যরা।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সমাজের অসহায় দরিদ্র ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াতে তারা নিয়মিত উদ্যোগ গ্রহণ করে আসছেন।
Comments