
বরিশাল নগরীতে পৃথক অভিযানে ১১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত এই অভিযানে গোয়েন্দা শাখা ও স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা অংশ নেন।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. ছগির হোসেনের নেতৃত্বে একটি টিম রাত ১০টা ১০ মিনিটে এয়ারপোর্ট থানাধীন কাশিপুর পশ্চিম ইছাকাঠি বরিশাল-ঢাকা মহাসড়কের “লাদেন সড়ক” এলাকায় অভিযান চালায়। এ সময় নোয়াখালীর চরজব্বার এলাকার নুর উদ্দিন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাভার্ড ভ্যানের কেবিন থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
একই রাতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির এসআই গোলাম মো. নাসিম হোসেনের নেতৃত্বে আরেকটি টিম রাত ১০টা ৩০ মিনিটে নগরীর ৯ নম্বর ওয়ার্ডে হোটেল রোদেলার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ঝালকাঠির নলছিটি উপজেলার মনির হোসেন বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার হেফাজত থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বিএমপি জানিয়েছে, আটককৃত নুর উদ্দিন ও মনির হোসেন বাবুর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এই অভিযান মাদক পাচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই ধরনের অভিযান নগরীতে মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে পুলিশ জানিয়েছে।
Comments