
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট ম্যানুয়ালি পুনর্গণনার দাবি জানিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পরাজিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। সোমবার (১৫ সেপ্টেম্বর) তিনি এই আবেদন জমা দেন।
আবেদনে উমামা ফাতেমা লিখেছেন, "আমরা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের পক্ষ থেকে সদ্য অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন এবং হল সংসদ নির্বাচন ২০২৫-এর নির্বাচনকেন্দ্রিক স্বচ্ছতা যাচাইকরণের উদ্দেশ্যে প্রতিটি কেন্দ্রের ভোটদাতাদের তালিকার কপি, ওএমআর মেশিনের পরিবর্তে ম্যানুয়ালি পুনরায় ভোটগণনা এবং ভোটকেন্দ্রে ভোটারদের প্রবেশের সিসিটিভি ফুটেজ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার অনুরোধ করছি।"
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শেষে উমামা ফাতেমা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন। ঘোষিত ফলাফলে তিনি পেয়েছেন ৩,৩৮৯ ভোট। এই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), যিনি পেয়েছেন ১৪,০৪২ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয়ী হয়েছেন একই প্যানেলের এস এম ফরহাদ, এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির সমর্থিত জোটের প্রার্থী মো. মহিউদ্দীন খান।
নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদসহ মোট ২৩টি পদে বিজয়ী হয়েছেন।
উমামা ফাতেমার এই আবেদন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং ক্যাম্পাসে নতুন আলোচনার সূত্রপাত করেছে।
Comments