মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আসন্ন দুর্গাপূজার উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকারের পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের প্রতিটি পুজামন্ডপে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা থাকবে।
আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে শহরের শহীদ তুলশীরাম সড়কে কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন আমরা সবাই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। আসন্ন দুর্গাপূজার আনন্দে আমরা একে অপরে সামিল হবো।
এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, সৈয়দপুর হিন্দু কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ৯৮ বছরের পুরোনো সৈয়দপুর কেন্দ্রীয় দুর্গাপূজা মন্ডপের ইতিহাস তুলে ধরে তাদের বিভিন্ন সমস্যার কথা উপদেষ্টা ফরিদা আখতারের কাছে জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা পূজামন্ডপ ঘুরে দেখেন এবং তাদের সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানাবেন বলে আশ্বাস দেন।
পরিদর্শনকালে উপদেষ্টা ফরিদা আখতারের সফরসঙ্গী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুর- ই- আলম সিদ্দিকী, সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শাহীদ ইশরাক, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহবায়ক সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ সভাপতি সুমিত কুমার আগরওয়াল (নিক্কি), বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সদস্য সচিব টিকেন্দ্রজিৎ রায় মিরু, শিল্প পরিবার নোয়া গ্রুপের পরিচালক গোকুল কুমার পোদ্দার, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের স্থানীয় নেতা অনিল কুমার আগরওয়াল, রতন কুমার আগরওয়াল, রওনক আগরওয়াল বাঘব, আমান আগরওয়াল, রতন কুমার প্রমুখ।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার পূজামন্ডপে পৌছলে নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
Comments