
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন যাচাইকালে কোনো নাগরিকের দুটি জন্ম সনদ অনলাইনে পাওয়া গেলে জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুবিভাগে চিঠি পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৫ সেপ্টেম্বর) ইসির মাসিক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, এনআইডি সংশোধনের আবেদন যাচাইয়ের সময় প্রায়ই একজন ব্যক্তির একাধিক জন্ম সনদ পাওয়া যায়, যা সিদ্ধান্ত গ্রহণে জটিলতা ও বিভ্রান্তি সৃষ্টি করে। এ সমস্যা সমাধানে এখন থেকে যাদের একাধিক জন্ম সনদ অনলাইনে পাওয়া যাবে, তাদের নাম, এনআইডি নম্বর এবং অনলাইন জন্ম সনদ নম্বর উল্লেখ করে জন্ম ও মৃত্যু নিবন্ধন অনুবিভাগে চিঠি পাঠানো হবে।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর ঢাকা মেইলকে বলেন, “এনআইডি সংশোধনের ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে একাধিক জন্ম সনদ। এটি আমাদের জন্য সিদ্ধান্ত গ্রহণে জটিলতা সৃষ্টি করে এবং নাগরিকদের ভোগান্তি বাড়ায়। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাদের দুটি জন্ম সনদ পাওয়া যাবে, তাদের তথ্য লিপিবদ্ধ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। চিঠির উত্তর পাওয়ার পর আমরা পরবর্তী পদক্ষেপ নেব।”
মাসিক সমন্বয় সভার বিষয়ে হুমায়ুন কবীর আরও জানান, বর্তমানে পেন্ডিং থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, যেসব আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, তাদের আবেদন বাতিল করা হবে।
জানা গেছে, গত এক বছরে ইসি’র ক্রাশ প্রোগ্রামের মাধ্যমে প্রায় ১০ লাখ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। সর্বশেষ ভোটার তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ভোটার ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩০ জন।
Comments