
লক্ষ্মীপুরের রামগতির সন্তান মাজহারুল ইসলাম ফাহিম শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) জেনারেল সেক্রেটারি (জিএস) নির্বাচিত হয়েছেন। জুলাই আন্দোলনের তার ব্যাপক অবদান ছিল। মাজহারুলের অবস্থান শনাক্ত করতেই তার ছোট ভাই হাসনাতুল ইসলাম ফাইয়াজকে তুলে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।
১৭ বছর বয়সী কিশোর ফাইয়াজকে আটকের ৩ দিন পর ফাইয়াজকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। গায়ে বাংলাদেশের জার্সি পরিহিত কিশোরের হাতে লাগানো হাতকড়ায় মোটা রশি লাগিয়ে আদালতে নেওয়ার দৃশ্য পুরো দেশকে নাড়া দিয়েছে। তার এ ঘটনায় জাতিসংঘও বিবৃতি দিয়েছিল। সারাদেশে আলোচিত হয়ে ওঠে কিশোর ফাইয়াজ। তার বড় ভাই মাজহারুল এখন জাকসুর জিএস।
মাজহারুল লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার বাসিন্দা এবং ইসলামী ব্যাংক কর্মকর্তা আমিরুল ইসলাম মঞ্জুর বড় ছেলে।
মাজহারুলের বাবা আমিরুল ইসলাম জানান, মাজহারুল খুব ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী এবং ভদ্র স্বভাবের। ২০১৬ সালে সে নোয়াখালী জেলা স্কুল থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি, ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে ভর্তি হয়। পড়ালেখার পাশাপাশি সে অনেক ধরনের সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মাজহারুলের অগ্রণী ভূমিকা পালন করে।
গত ২১ আগস্ট একটি ফেসবুক স্ট্যাটাসে বড় ভাইকে শুভকামনা জানায় ফাইয়াজ। স্ট্যাটাসটিতে ফাইয়াজ লিখেছিল, জুলাই বিপ্লবে ভাইয়া জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমাকে টর্চার করে ভাইয়ার লোকেশন জানতে চেয়েছিল সেই মুহূর্তে। আমার থেকে লোকেশন নিতে না পেরে তারা ভাইয়ার মোবাইল নাম্বার ট্র্যাকিং করেছিল। কিন্তু ভাইয়াকে ধরতে পারেনি কৌশল অবলম্বনের কারণে।
প্রসঙ্গত, শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিশনের সদস্য সচিব একেএম রশিদুল আলম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। সমন্বিত শিক্ষার্থী জোট থেকে তিনি জিএস নির্বাচিত হন। ২৫টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে এ জোট। জাকসু নির্বাচনে ভিপি পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের আব্দুর রশিদ জিতু। এজিএস (ছাত্র) পদে ফেরদৌস আল হাসান ও এজিএস (ছাত্রী) পদে আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হয়েছেন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থী।
Comments