ছাতকে ইউএনও’র বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

সুনামগঞ্জের ছাতকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সচেতন জনগণ ও বিভিন্ন সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
গোবিন্দগঞ্জ মৎস্যজীবী সমিতির সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও মতিউর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাহান, আসবর আলী, সাহাব আলী, সাদেক আহমদ, রুহুল আমিন, জাকির হোসেন, তাজুল ইসলাম, রাজেদ, আজিম উদ্দিন, আব্দুল মালিক, শাহিন মিয়া, মাহমুদ মিয়া, আমান মিয়া, জুবায়ের আহমদ, নাহিদ আমীর আলী, আজব আলী, আব্দুল হামীদ, গিয়াস উদ্দিন, আবুল খায়ের, জগলু মিয়া, সায়েদ মিয়া, আব্দুল হান্নান, হেলাল মিয়া, মাহবুর রহমান, হুসাইন আহমদ মুসা প্রমুখ।
বক্তারা বলেন, “প্রকৃত তথ্য যাচাই না করে অপপ্রচারমূলক সংবাদ প্রকাশ নৈতিক সাংবাদিকতার পরিপন্থী। এটি প্রশাসন ও সাংবাদিকতার মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করে।” তারা অভিযোগ করেন, ইউএনও যোগদানের পর অবৈধ বালু-মাটি উত্তোলন ও ঠিকাদার চক্রের অপকর্ম ঠেকাতে ২০০ কার্যদিবসে ২৪০টি মামলা দায়ের করেছেন। এসব ঢাকতে কিছু সাংবাদিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছে। এ ধরনের সংবাদ সামাজিক অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করে।
বক্তারা সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। গোবিন্দগঞ্জ হকার ব্যবসায়ী সমিতি, অটো বিকাশ শ্রমিক ইউনিয়ন, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি, হিউম্যান হলার শ্রমিক ইউনিয়ন ও উপজেলা কৃষক সমাজের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
Comments