গোবিন্দগঞ্জে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভায় পানি সরবরাহ কার্যক্রমের জন্য আউটসোর্সিং পদ্ধতিতে ৪টি পদে ১২ জনের অস্থায়ী নিয়োগ পরীক্ষার বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের চারমাথা মোড়ে সচেতন নাগরিকদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
উপজেলা এনসিপি’র প্রধান সমন্বয়ক ডা. জাহাঙ্গীর আলম ডাবলুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আরিফুর রহমান, আকাশ হিমেল ও ছাত্র প্রতিনিধি মাকসুদ রহমান। বক্তারা জানান, গত ১২ ফেব্রুয়ারি একটি আঞ্চলিক সংবাদপত্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০ জন চাকরিপ্রার্থী আবেদন করলেও গোপনে ৪ জনকে বাদ দিয়ে ১৬ জনের জন্য ১৪ সেপ্টেম্বর পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়।
বক্তারা এই নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। তারা বলেন, “গোপনীয়তা ও অনিয়মের কারণে এই প্রক্রিয়া স্বচ্ছ নয়। ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করতে নতুন বিজ্ঞপ্তি প্রয়োজন।”
Comments