
শরীয়তপুরের জাজিরায় পুলিশের আয়োজিত মাসিক ভোজসভা ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। পদ্মা সেতু দক্ষিণ থানার ডাইনিং রুমে অনুষ্ঠিত এ ভোজে উপস্থিত ছিলেন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নাওডোবা ইউনিয়ন সভাপতি মোক্তার বেপারী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন আয়োজনে বিতর্কিত সংগঠনের নেতার উপস্থিতি পুলিশের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে। থানার সূত্রে জানা যায়, মাসিক নিয়মিত ভোজে থানার সদস্য ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপারসহ কয়েকজন অতিথি অংশ নেন। এসময় সেখানে অতিথি হয়ে বসেন মোক্তার বেপারী, যিনি নিষিদ্ধ হওয়া যুবলীগের স্থানীয় সভাপতি।
এ নিয়ে নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার অভিযোগ করে বলেন, “ওসি জানেন মোক্তার যুবলীগ নেতা। তারপরও তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি নিজেও আমন্ত্রিত ছিলাম, তাই অংশ নিই।”
অভিযোগের বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম সাংবাদিকদের বলেন, “আমরা নিয়মিত ভোজের আয়োজন করেছিলাম। মোক্তার বেপারী যে যুবলীগ নেতা, তা আমি জানতাম না। যদি জানতাম, তাকে বসতে দিতাম না।”
এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ জানান, “ভোজের আয়োজন ছিল পদ্মা থানায়। যুবলীগ নেতার উপস্থিতির ব্যাপারে আমি অবগত ছিলাম না। বিষয়টি খতিয়ে দেখা হবে।”
Comments