
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পদ্ধতি পরিবর্তন করা হয়েছে। পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ওএমআর মেশিনের পরিবর্তে এখন থেকে ভোট ম্যানুয়ালি অর্থাৎ হাতে গোনা হবে।
কেন্দ্রীয় পর্যবেক্ষণ কমিটির সদস্য ড. সালেহ আহম্মদ খান এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, সম্প্রতি ডাকসু নির্বাচনে মেশিন ব্যবহার করে ভোট গণনা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সে কারণেই তারা এই পরিবর্তন এনেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫টি পদের জন্য ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মোট আটটি প্যানেল অংশগ্রহণ করছে।
ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে। ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে হাতে ভোট গণনা করা হবে।
Comments