
দীর্ঘ ৩৩ বছর পর আগামীকাল, বৃহস্পতিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে প্রায় ১২ হাজার শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
জাকসুর কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রার্থী রয়েছেন। তবে শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী সৈয়দা অনন্যা ফারিয়া জিএস পদ থেকে সরে দাঁড়িয়েছেন। হাইকোর্টের রায়ের কারণে অমর্ত্য রায় ভিপি পদপ্রার্থী হিসেবে নির্বাচন থেকে বাদ পড়েছেন।
এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ৯১৯ জন, যার মধ্যে ৪৮.৮ শতাংশ নারী ভোটার।
নির্বাচন কমিশন জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৬৭ জন শিক্ষক এবং ৬৭ জন সহকারী অফিসার দায়িত্ব পালন করবেন। নিরাপত্তার জন্য বিশ্ববিদ্যালয়ের ১২টি গেটে এক হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হবে। ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন আনসার সদস্যরা।
মঙ্গলবার প্রার্থীদের বাধ্যতামূলক ডোপ টেস্ট অনুষ্ঠিত হয়। ১৬৩ জন কেন্দ্রীয় সংসদের এবং ৪০৩ জন হল সংসদের প্রার্থী এই পরীক্ষায় অংশ নেন। তবে ৫৬ জন প্রার্থী নমুনা দেননি।
উল্লেখ্য, বেগম সুফিয়া কামাল হল এবং নওয়াব ফয়জুন্নেছা হলে সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় সেখানে শুধুমাত্র কেন্দ্রীয় সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বেগম সুফিয়া কামাল হলে ১০টি পদে এবং নওয়াব ফয়জুন্নেছা হলে ছয়টি পদে প্রার্থীরা আগেই নির্বাচিত হয়েছেন।
Comments