
কুমিল্লার চৌদ্দগ্রামে হালচাষের ট্রাক্টর উল্টে এর নীচে চাপা পড়ে মোহাম্মদ ফাহিম (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। সে দুর্ঘটনা কবলিত ট্রাক্টর এর হেলপার ছিল বলে জানা গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম পৌরসভাধিন ফালগুনকরা নামক স্থানে।
নিহত ফাহিম চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার আদারমানিক গ্রামের আবুল বাশার প্রকাশ জামালের ছেলে।
সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীদের সহযোগিতায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত হালচাষ শেষে ট্রাক্টর চালক মোহাম্মদ রাসেল ট্রাক্টর হেলপার ফাহিমকে গাড়িটি পরিষ্কার করতে বলে চৌদ্দগ্রাম বাজারে নিজ মোবাইল মেরামত করতে চলে যান। পরিষ্কার কাজ শেষ হলে গাড়িটি নিজে চালিয়ে মহাসড়কের উপরে উঠাতে চেষ্টাকালে আকষ্মিক ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় গাড়ীর নিচে চাপা পড়ে হেলপার ফাহিম ঘটনাস্থলেই নিহত হন। সংবাদ পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সহযোগিতায় নিহতের লাশ এবং দুর্ঘটনা কবলিত হালচাষের গাড়ীটি উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে নিহতের লাশ থানায় যাওয়া হয়।
ট্রাক্টর চালক মোহাম্মদ রাসেল জানান, প্রতিদিনের মতো হালচাষ শেষ করে হেলপার ফাহিমকে গাড়িটি পরিষ্কার করতে বলে মোবাইল মেরামত করতে চৌদ্দগ্রাম বাজার চলে যাই। এক ঘন্টা পর খবর পাই হেলপার ফাহিম গাড়ির নিচে চাপা পড়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পুলিশ পরিদর্শক মো. আবুল কালাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হবে।
Comments