
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। মঙ্গলবার বিকেলে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক শামীম রেজা এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক শামীম রেজা জানান, কয়েকটি হলের ভোটগ্রহণের হার ছিল বিশেষভাবে সন্তোষজনক-
শহীদুল্লাহ হল: ৭৫%
ফজলুল হক মুসলিম হল: ৭৯%
অমর একুশে হল: ৭২%
কবি জসীমউদ্দীন হল: ৮২%
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল: ৬৯%
মাস্টারদা সূর্যসেন হল: ৮৫%
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল: ৮৫%
ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার পর এখন গণনা কার্যক্রম চলছে। এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ২৮টি পদের জন্য ৪৭১ জন এবং হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Comments