
নেপাল সময় আজ বিকেল তিনটায় বাংলাদেশ দলের ফ্লাইট ছিল। কাঠমান্ডুতে ছাত্র-জনতার আন্দোলন চলমান থাকায় বাংলাদেশ দল হোটেল থেকে বিমানবন্দরে যেতে পারেনি। আন্তর্জাতিক ফ্লাইট চলাচলও বন্ধ কাঠমান্ডু এয়ারপোর্টে। ফলে বাংলাদেশ দল বিমানবন্দর পৌঁছালেও আজ ফ্লাইটে উঠতে পারত কি না নিশ্চিত ছিল না।
বাফুফে মিডিয়া বিভাগ দুপুর পৌনে তিনটার দিকে আনুষ্ঠানিকভাবে জানায়, ‘বাংলাদেশ জাতীয় ফুটবল দল নেপাল থেকে নির্ধারিত সময়ের একদিন আগে আজ বেলা ৩:০০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 0372 ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। তবে নেপালের বর্তমান পরিস্থিতিতে যাত্রা স্থগিত করা হয়েছে। দলের ফেরার বিষয়ে পরবর্তী আপডেট দ্রুত জানানো হবে।’
কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের সর্বশেষ পরিস্থিতি নিয়ে ম্যানেজার আমের খান বলেন, ‘আমরা ঝুঁকি নিয়ে বিমানবন্দর যাইনি। নেপাল আমাদের স্কট (নিরাপত্তা) দিয়ে এয়ারপোর্টে পৌঁছে দিতে পারেনি। এখন আবার হোটেলে রুম নেওয়া হয়েছে। শুনেছি এয়ারপোর্ট অবরুদ্ধ। নতুন করে টিকিট করাও এখন অনিশ্চয়তা কারণ এখানে পরিস্থিতি বেশ উত্তপ্ত।’
কাঠমান্ডুতে গোলাগুলি ও জ্বালাও পোড়াও চলছে। বাংলাদেশ টিম হোটেলের কাছেই এমন পরিস্থিতি। তবে হোটেলে ফুটবলাররা অবশ্য নিরাপদেই রয়েছেন। হোটেলের সামনে তেমন কোনো সমস্যা এখনো হয়নি।
Comments