Image description

রাজধানীর মোহাম্মদপুর বছিলা ব্রিজ এলাকায় ছাত্র জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলি চালানোর ঘটনায় নবীনগরের নাটঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান আক্তারও মামলার আসামি হয়েছেন। তিনি মামলার ৪৮ নম্বর আসামি হিসেবে নাম উল্লেখ রয়েছে।

মামলাটি ৩ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলামের আদালতে নূরে আলম (৩২), রঙমিস্ত্রি ও বাটা ডোর ফার্নিচারের কর্মচারী দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ছয়টার দিকে আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশি অস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এ সময় বাদী নূরে আলমও গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য পিলখানা হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘ চিকিৎসার পর ১৩ অক্টোবর ২০২৪ তারিখে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

বাদীপক্ষের আইনজীবী পারভীন আক্তার জানান, আদালত মামলা গ্রহণ করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আগামী ৫ অক্টোবরের মধ্যে জানাতে, বাদী অন্য কোথাও মামলা করেছেন কি না। এরপর আদালত পরবর্তী পদক্ষেপ নেবে।

নাটঘর ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বলেন, “আমি ২০২১ সালের নভেম্বরে দেশে ফিরেছি। ডিসেম্বরে আমার বড় ভাইকে হত্যা করা হয়। এলাকাবাসীর অনুরোধে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে জয় লাভ করি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমাকে হয়রানি করার জন্যই এ মামলায় জড়ানো হয়েছে।”