Image description

নেপালে চলমান গণবিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন। তার সহকারী প্রকাশ সিলওয়াল রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। ব্যাপক দুর্নীতিবিরোধী এই বিক্ষোভে এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন।

ইন্ডিয়া টুডে-র বরাত দিয়ে জানা যায়, পদত্যাগের আগে প্রধানমন্ত্রী ওলি দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের সঙ্গে ফোনে কথা বলেন এবং দেশ থেকে নিরাপদে বের হওয়ার জন্য সেনাবাহিনীর সহায়তা চান। সেনা সূত্র জানায়, সেনাপ্রধান অলিকে পদত্যাগের আহ্বান জানান এবং বলেন যে, যদি প্রধানমন্ত্রী স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন, তবেই সেনাবাহিনী দেশের পরিস্থিতি স্থিতিশীল করতে হস্তক্ষেপ করবে।

গত ৪ সেপ্টেম্বর নেপাল সরকার ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে বিক্ষোভ শুরু হয়। প্রথমে শান্তিপূর্ণ হলেও, পরে এটি সহিংস রূপ নেয়। বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে প্রবেশ করার চেষ্টা করলে সংঘাত শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করা হয়েছিল। এই আন্দোলনকে বিক্ষোভকারীরা 'জেন-জি রেভল্যুশন' নাম দিয়েছে।