Image description

সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা প্রায় অর্ধকোটি টাকার চোরাচালান ও একটি ট্রাক আটক করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে ভারতীয় চিংড়ি মাছের শুটকি বোঝাই একটি ট্রাক ছাতকে প্রবেশ করছে এমন খবর পায় থানা পুলিশ। খবর পেয়ে থানার ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে ছাতক–গোবিন্দগঞ্জ রুটে পুলিশি টহল জোরদার করা হয়। এসময় ওসি তদন্ত রঞ্জন কুমার ঘোষের নেতৃত্বে উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ এলাকায় ছাতক–সিলেট সড়কে অভিযান চালানো হয়।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সিলেটগামী ঢাকা মেট্রো-ন ১৩-৯১৩৯ নম্বরের ভারতীয় শুটকি ভর্তি ট্রাকটি ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাকটি তল্লাশি করে ৭৪ বস্তা ভারতীয় চিংড়ি মাছের শুটকি উদ্ধার করা হয়। পুলিশের হিসাব মতে, আটককৃত শুটকির বাজারমূল্য প্রায় ২৬ লাখ ৬৪ হাজার টাকা এবং ট্রাকের মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এ ঘটনায় এসআই আব্দুর রহিম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, “চোরাচালানের সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।