Image description

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের দুই তরুণের মৎস্য খামারে বিষ প্রয়োগে মাছ নিধনের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতা প্রদান করেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় সালাউদ্দিন আইয়ুবী ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করতে যান। তিনি তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং আশ্বাস দেন যে তিনি পরবর্তীতেও সাধ্যমতো সাহায্য করবেন। একই সঙ্গে তিনি দেশের ও বিদেশের সকল বিত্তবানদেরকে তরুণ এই উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানান। 

শনিবার রাতে দুর্বৃত্তরা দুই বন্ধু ইমতিয়াজ জাহান ওমি ও আশিকের খামারে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লক্ষ টাকার মাছ নিধন করে এই ঘটনায় তারা বিমর্ষ হয়ে পড়লে তাদের সহায়তা এবং সান্তনা দিতে ছুটে আসে উপজেলা জামাত ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর-৪ কাপাসিয়া সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, উপজেলা জামাতের আমির ফরহাদ হোসেন মোল্লা, সহকারি সেক্রেটারি ইমতেয়াজ আহমেদ, ঘাগটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন, ঘাগটিয়া ইউনিয়ন আমির মোঃ বাদলসহ স্থানীয় নেতৃবৃন্দ।