
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী সম্প্রতি নিজের দ্বিতীয় বিয়ে এবং বর্তমান পেশা নিয়ে কথা বলেছেন। তিনি বর্তমানে একটি হাউজিং এস্টেটে মাসিক ৮ হাজার টাকা বেতনে সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছেন, কারণ তার ছেলের সঙ্গে গত চার বছর ধরে কোনো যোগাযোগ নেই।
সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্বিতীয় বিয়ে নিয়ে সমালোচনার জবাবে আক্কাস আলী বলেন, “দ্বিতীয় বিয়ে করা কি আমার অপরাধ হয়েছে? আমি তো কারও সম্মান বাড়াইনি বা কমাইনি।” তিনি আরও বলেন যে, এই পরিস্থিতিতে তিনি বাইরে থাকতে বাধ্য হচ্ছেন, কারণ তার ছেলে তাকে ভরণপোষণ দেয়নি।
চার বছর আগের একটি ঘটনার কথা স্মরণ করে তিনি বলেন, একবার দুপুরের খাবারের সময় আলোচনার একপর্যায়ে নাসুম রেগে তাকে বলেছিলেন, “তোমাকে কে দিয়েছে জায়গা, কে বলছে থাকতে।” এরপর থেকেই তিনি বাড়ি ছেড়ে চলে আসেন।
Comments