
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের প্রেক্ষাপটে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র, পরিকল্পনা, আইন, অর্থসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।
শফিকুল আলম জানান, “ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশ মনিটরিং জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। এর পেছনে যারা সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা সতর্ক করেছেন, পূজার সময় অস্থিরতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র হতে পারে। গত বছরের অভিজ্ঞতার আলোকে এবারও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম মন্ত্রণালয়কে সকল ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, ডাকসু নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেস সচিব বলেন, “পরাজিত ফ্যাসিবাদী শক্তি দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করতে মরিয়া হয়ে উঠেছে। এটি এখন জাতীয় নিরাপত্তার বিষয়।”
২০২৪ সালের ৫ অগাস্ট গণ আন্দোলনে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর গঠিত অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের শীর্ষ নেতাদের গ্রেপ্তার ও দলটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে, সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ঘটনা ঘটছে।
Comments