Image description

স্বরাষ্ট্র উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশকে ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচন প্রক্রিয়া ভুলে যাওয়ার আহ্বান জানিয়েছেন। রোববার রাজধানীর রাজারবাগে পুলিশ সদস্যদের জন্য আয়োজিত নির্বাচন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, "অতীতের বাজে নির্বাচনগুলোর কথা মাথা থেকে ফেলে দিতে হবে।" তিনি আশা প্রকাশ করেন যে আসন্ন নির্বাচন শান্তি ও উৎসবমুখর হবে। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে কাজ না করার আহ্বান জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশকে রাজনৈতিক দল থেকে দূরে থাকার পরামর্শ দেন এবং বলেন, "ধৈর্যের সঙ্গে মাথা ঠাণ্ডা রেখে আইনি প্রক্রিয়ায় সকল বিষয় মোকাবিলা করতে হবে।" তিনি আরও যোগ করেন যে, পুলিশ তাদের কাজে যত বেশি স্বচ্ছতা বজায় রাখবে, জনগণের আস্থা তত বেশি অর্জন করতে পারবে।