
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন। শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনকালে তিনি এ দাবি তুলেন। এর আগে, সন্ধ্যা সোয়া ৭টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ে একদল যুবক হামলা ও অগ্নিসংযোগ করে। এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদকে দায়ী করেছেন শামীম হায়দার।
তিনি বলেন, “দেশে মবতন্ত্র চলছে। সরকার এর দায় এড়াতে পারে না।” হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে আইনের আওতায় না আনলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব যুবের আলম খান জানান, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সভা চলাকালে এ হামলায় তাদের চারজন নেতা-কর্মী আহত হন।
শামীম হায়দার আরও বলেন, “গণঅধিকার পরিষদ বারবার এ ধরনের আচরণ করছে। সরকারকে সন্ত্রাসবিরোধী আইনে দলটির রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি।” দলীয় ফোরামে আলোচনার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, গত ২৯ ও ৩০ আগস্টও জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া, ২৯ আগস্ট গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক হামলায় আহত হয়ে এখনো হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার বিকেলে শাহবাগে সমাবেশ করে গণঅধিকার পরিষদ জাতীয় পার্টির নিবন্ধন বাতিল, রাজনীতি নিষিদ্ধকরণ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায়। পুলিশ জানিয়েছে, সমাবেশ শেষে তাদের মিছিল থেকে এ হামলা হয়।
Comments