Image description

ডাকসু নির্বাচন থেকে মাহিন সরকারের সরে দাঁড়ানো প্রসঙ্গে ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেলের নেতা খালিদ অভিযোগ করেছেন যে, মন্ত্রীপাড়া থেকে চাপ সৃষ্টি করে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

খালিদ বলেন, একটি সমন্বিত প্যানেল গঠনের পরই তাদের ভাঙার চেষ্টা করা হয়েছিল। তিনি বলেন, “দুঃখজনক হলো, মন্ত্রীপাড়ার চাপ এবং দলীয় হস্তক্ষেপে মাহিন সরকারকে সরে দাঁড়াতে হলো।” তিনি আরও জানান যে, সমন্বিত প্যানেলে যোগ দেওয়ার কারণে মাহিনকে তার দল এনসিপি থেকে বহিষ্কার করা হয় এবং তার নেতাকর্মীদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। খালিদ আরও অভিযোগ করেন যে, তাদের প্যানেলের অন্যান্য প্রার্থীদের ওপরও বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ব্যক্তিগত তথ্য ফাঁস করার হুমকি দেওয়া হচ্ছে।

জুলাই অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে খালিদ বলেন, এমন অপপ্রচার চালানো হচ্ছে যে মাহিন সরকার নাকি জুলাইয়ের শক্তিকে ঐক্যবদ্ধ করতে আলাদা প্যানেল ঘোষণা করেছেন। তিনি প্রশ্ন তোলেন, তাদের সঙ্গে থাকা বাকি সদস্যরাও তো জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাহলে তারা কি জুলাইয়ের শক্তি নয়?

এই ঘটনাকে 'রাজনৈতিক কফিনের শেষ পেরেক' আখ্যা দিয়ে খালিদ বলেন, তাদের প্যানেল শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী এনি বলেন, "কোনো একক ব্যক্তির কারণে আমরা ভাঙব না। আমরা মাঠে লড়াই করে তৈরি হয়েছি, দলীয় লেজুড়বৃত্তির রাজনীতির বিপক্ষে আমরা স্পষ্ট অবস্থানে আছি। ৯ সেপ্টেম্বর জয়ী হই বা না হই, মূলত আমরাই বিজয়ী।