Image description

বলিউড সুপারস্টার শাহরুখ খান তার আসন্ন সিনেমা ‘কিং’-এর শুটিং সেটে ফিরেছেন। সম্প্রতি কাঁধে অস্ত্রোপচারের কারণে তিনি বিরতিতে ছিলেন। তবে তার নতুন লুকের ছবি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল, যা ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি করেছে।

বৃহস্পতিবার রেডিটে 'SRK spotted on the sets of King' ক্যাপশনে একটি ছবি শেয়ার করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখের মাথায় ধূসর 'স্পাইক' ছাঁটের চুল। তিনি সাদা টি-শার্ট এবং কালো চশমা পরে একটি রেস্তোরাঁ থেকে বের হচ্ছেন।

ছবিটি দূর থেকে তোলা হলেও তার নতুন চেহারা অনুরাগীদের মুগ্ধ করেছে। একজন ভক্ত লিখেছেন, "এজিং ইজ হ্যান্ডসাম!" আরেকজন মন্তব্য করেছেন, "এই লোকটার যত বয়স হচ্ছে তত সেক্সি হচ্ছে।"

ছবিতে শাহরুখের হাতে আর্ম স্লিং বা হাতের স্লিং আছে কিনা তা স্পষ্ট নয়। তবে তার চারপাশের লাইট ও ক্যামেরার সরঞ্জাম দেখে নিশ্চিত হওয়া যায় যে, এটি সিনেমার শুটিং সেটেই তোলা হয়েছে।

শাহরুখকে সর্বশেষ ২০২৩ সালে 'ডাংকি' ছবিতে দেখা গিয়েছিল। তার মেয়ে সুহানা খানের সঙ্গে এটিই তার প্রথম সিনেমা। ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এই অ্যাকশন থ্রিলারটিতে আরও অভিনয় করছেন জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি, সৌরভ শুক্লা, জ্যাকি শ্রফ, অভিষেক বচ্চন, অভয় বর্মা এবং রাঘব জুয়াল। এছাড়াও, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি এবং অনিল কাপুর ক্যামিও চরিত্রে থাকছেন। প্রথমে সুজয় ঘোষ এই ছবির পরিচালনার দায়িত্বে থাকলেও, বর্তমানে সিদ্ধার্থ আনন্দ পরিচালক হিসেবে কাজ করছেন।